Header Ads Widget

ইউসিবির ২ হাজার কোটি টাকা লুটপাটে সাবেক ভূমিমন্ত্রী জাভেদ ও তার পরিবার

ছবি: সংগৃহীত

আলমগীর হোসেন:

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) থেকে প্রায় ২ হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার পরিবারের বিরুদ্ধে। ব্যাংকটির অভ্যন্তরীণ তদন্তে এসব অনিয়মের চিত্র উঠে আসে।  

ঘটনার পেছনের কাহিনি:

২০১৮ সালে পর্ষদ পরিবর্তন করে সাইফুজ্জামান চৌধুরী ব্যাংকটির নিয়ন্ত্রণ নেন। তিনি স্ত্রী রুখমিলা জামানকে চেয়ারম্যান এবং ভাই আনিসুজ্জামানকে নির্বাহী কমিটির চেয়ারম্যান করেন। আত্মীয়-স্বজনদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়ে ব্যাংক পরিচালনায় অনিয়ম শুরু করেন।  



অবৈধ ঋণ অনুমোদন ও শেয়ার কেনা:

- আদনান ইমামের কোম্পানি *জেনেক্স ইনফোসিস* এবং তার সহযোগী প্রতিষ্ঠানকে নীতিমালা ভেঙে ২ হাজার কোটি টাকা ঋণ দেয়া হয়। পর্যাপ্ত জামানত ছাড়াই অনুমোদিত এ ঋণের বড় অংশ বিদেশে পাচার হয়েছে বলে অভিযোগ রয়েছে।  

- একইসঙ্গে ইউসিবি কোনো গবেষণা ছাড়াই ১০৫ কোটি টাকা দিয়ে জেনেক্স ইনফোসিসের শেয়ার কেনে, যা পরে তীব্র ক্ষতির মুখে পড়ে। ১৭২ টাকায় কেনা শেয়ার বর্তমানে ২৯ টাকায় নেমে আসে, ফলে ব্যাংকের লোকসান দাঁড়ায় প্রায় ৮৭ কোটি টাকা।  

বিশ্লেষকদের মন্তব্য:

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী এ ঘটনাকে অবিশ্বাস্য উল্লেখ করে বলেন, পর্ষদের রাজনৈতিক প্রভাবের কারণেই ব্যাংকের এই বিপর্যয় ঘটেছে।  

তদন্ত ও ব্যবস্থা:

দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দিয়েছে ইউসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংকও।  


বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ:

মুখপাত্র হুসনে আরা শিখা জানান, অনিয়ম তদন্তে সংশ্লিষ্ট বিভাগগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং কার্যকর ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment

0 Comments