রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা থেকে আটক তিন ডাকাতের পরিচয় মিলেছে। এছাড়া তাদের কাছ থেকে চারটি খেলনা পিস্তল ও দুটি দেশীয় ছোঁড়া পাওয়া গেছে। তাদের ২ জনের বসয় ছিলো ১৪, আরেক জনের বসয় ছিলো ১৮ হবে পুলিশ মনে করে,
তাদের তিন জনের নাম,আরাফাত।নিরব। সিফাত বলে জানা গেছে,
বর্তমান তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতাছে।
0 Comments