খেলা পিস্তল দেখিয়ে তিন কিশোর ব্যাংকে ডাকাত করতে চেয়ে ছিলো

 


রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা থেকে আটক তিন ডাকাতের পরিচয় মিলেছে। এছাড়া তাদের কাছ থেকে চারটি খেলনা পিস্তল ও দুটি দেশীয় ছোঁড়া পাওয়া গেছে। তাদের ২ জনের বসয় ছিলো ১৪, আরেক জনের বসয় ছিলো ১৮ হবে পুলিশ মনে করে, 

তাদের তিন জনের নাম,আরাফাত।নিরব। সিফাত বলে জানা গেছে, 

 বর্তমান তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতাছে।

Comments

Popular posts from this blog

এআই প্রযুক্তিতে তৈরি ভারতের পতাকা পায়ে মাড়ানোর ভাইরাল ছবি ভুয়া: রিউমার স্ক্যানার

রাজনীতির মাঠ থেকে বেডরুম: অবাধ যাতায়াত ছিল অভিনেত্রীদের

ভারতীয় পতাকা ‘প্রণাম করে’ চিকিৎসা নিতে হবে বাংলাদেশিদের!l