Header Ads Widget

এআই প্রযুক্তিতে তৈরি ভারতের পতাকা পায়ে মাড়ানোর ভাইরাল ছবি ভুয়া: রিউমার স্ক্যানার

 



সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে পাঞ্জাবি ও টুপি পরা এক ব্যক্তির ভারতের জাতীয় পতাকা পায়ে মাড়ানোর একটি ছবি ভাইরাল হয়েছে। তবে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি বলে নিশ্চিত করেছে তথ্য যাচাইকারী প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার।

বুধবার (৪ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে রিউমার স্ক্যানার জানায়, ছবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চে এর কোনো নির্ভরযোগ্য উৎস পাওয়া যায়নি। এছাড়া, ছবিতে বিভিন্ন অসঙ্গতি লক্ষ্য করা গেছে, যেমন—ব্যক্তির পায়ের আঙুলের অস্বাভাবিকতা, পতাকার ভাঁজ, এবং আলোর প্রতিফলন। এই ধরনের বৈশিষ্ট্য সাধারণত এআই প্রযুক্তি দিয়ে তৈরি ছবিতে দেখা যায়।



ছবিটির উৎস অনুসন্ধানে জানা গেছে, এটি ১ ডিসেম্বর "Voice of Bangladeshi Hindus" নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে প্রথম ছড়ানো হয়, যা পূর্বেও গুজব ছড়ানোর নজির রেখেছে। ডিপফেক শনাক্তকারী প্ল্যাটফর্মগুলোর বিশ্লেষণে ছবিটি এআই দ্বারা তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯% পর্যন্ত নিশ্চিত হয়েছে।

রিউমার স্ক্যানার জানায়, জাতীয় গণমাধ্যমে এই বিষয়ে কোনো প্রতিবেদন নেই। অতএব, ভাইরাল ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া প্রচারণা।

Post a Comment

0 Comments